দর বেড়েছে বেশি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 11:45 AM
Updated : 4 Dec 2017, 11:45 AM

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রকৌশল খাতের এই কোম্পানির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়।

এদিন বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ৬ লাখ ৮৪ হাজার ৪১১টি শেয়ার লেনদেন করে, যার বাজারমূল্য ২ কোটি ৮৯ লাখ টাকা।

এদিন দরবৃদ্ধিতে শীর্ষ ১০টির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজিস। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ৬ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ৭ লাখ ৬৪ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন করে, যার বাজারমূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা দ্য পেনিনসুলা চিটাগংয়ের ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৭৯ শতাংশ দর বেড়েছে।কোম্পানিটির ১৭ লাখ ১৫ হাজার ৭৮৩টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম  অনলাইন, ফরচুন সুজ, বিবিএস, ইয়াকিন পলিমার, অ্যাপেক্স ফুডস, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফিনিক্স ইন্সুরেন্স।