দরপতনে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবসের ধারাবাহিকতায় শেয়ারের মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 07:57 AM
Updated : 4 Dec 2017, 08:02 AM

সোমবার লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের দুই শেয়ারবাজারেই সার্বিক মূল্য সূচকের পতন হয়েছে। সেসঙ্গে লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।

বেলা দেড়টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় দশমিক ৩৮ শতাংশ কমেছে। এই সময়ে ডিএসইতে ৪৬২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। 

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭২ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমকি ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৭ দশমিক ৩২ পয়েন্টে; ডিএস৩০ সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ২৬৯ দশমিক ২৯ পয়েন্টে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫০১ পয়েন্টে।

এসময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।