রেকিট বেনকিজারের লভ্যাংশ ঘোষণা

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) শেয়ারহোল্ডারদের ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2017, 08:01 AM
Updated : 30 Nov 2017, 08:01 AM

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম ছয় মাসের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২৭৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ২৭ টাকা ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

প্রায় তিন গুণ লভ্যাংশ ঘোষণার পরও বৃহস্পতিবার রেকিট বেনকিজারের শেয়ারের দরপতন হয়েছে।

শেয়ারটি বৃহস্পতিবার বেলা ১টা ৫ মিনিটে ১৯৪৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়, যা আগের চেয়ে ১৩২ টাকা ৪০ পয়সা কম।

বুধবার রেকিট বেনকিজারের শেয়ারের সমাপনী দর ছিল দুই হাজার ৮১ টাকা ৪০ পয়সা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৬৫ পয়সা।

এই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৩৮ টাকা ১৮ পয়সা।

লভ্যাংশ্যের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

১৯৮৭ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানি রেকিট বেনকিজার আগের বছর ৭৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।