নিস্তেজ পুঁজিবাজারে লেনদেনও কম

সপ্তাহের চতুর্থ দিনে দেশের পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন বেশ কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2017, 10:15 AM
Updated : 29 Nov 2017, 10:20 AM

বুধবার প্রথম আধঘণ্টায় দুই শেয়ারবাজারেই মূল্য সূচকে ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর নামতে শুরু করে; শেষ পর্যন্ত সূচক কিছুটা ইতিবাচক রেখে দিন শেষ হয়।

দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের সঙ্গে কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি টাকা ২৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি ৯৭ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছ ৫১টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে প্রায় ৬ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৮১ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৬১ পয়েন্টে ঠেকেছে ।

অপরদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১১ লাখ ৭২ হাজার টাকা কমে ৩৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে।