কারসাজি: এম সিকিউরিটিজকে ৪০ লাখ টাকা জরিমানা

বিধি লঙ্ঘন করে শেয়ার কেনাবেচা ও লেনদেনের প্রমাণ পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্রোকারেজ এম সিকিউরিটিজের মোট ৪০ লাখ টাকা জরিমানা হয়েছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2017, 01:11 PM
Updated : 28 Nov 2017, 01:16 PM

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় প্রতিষ্ঠানটি জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রোকারেজ হাউজটি ডিলার অ্যাকাউন্টে একইসঙ্গে ক্রেতা ও বি‌ক্রেতা হি‌সে‌বে লেনদেন পরিচালনা করেছে এবং এর পরিচালক ও আত্মীয়রা স্বনামে পরিচালিত হিসাব ব্যবহার করে নিজেদের ম‌ধ্যে শেয়ার কেনাবেচা ক‌রে‌ছে যাতে মালিকানায় কোনো পরিবর্তন হয়নি।

এছাড়া পরিচালক, আত্মীয় ও ডিলারদের অ্যাকাউন্টে ঋণ দিয়ে সিকিউরিটিজ আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

এসব বিধি লঙ্ঘনের দায়ে এম সিকিউরিটিজকে ২০ লাখ টাকা এবং হাউজটির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মো. নুরুল আজম ও তার স্ত্রী জাকিয়া চৌধুরীকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।