সমতা লেদারের দরবৃদ্ধি অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার ইন্ডাস্ট্রিজ শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধির কোনো কারণ জানে না।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2017, 09:23 AM
Updated : 28 Nov 2017, 09:23 AM

দর বাড়ার কারণ জানতে সোমবার কোম্পানিটিকে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জবাবে সমতা লেদার জানিয়েছে, অস্বাভাবিক হারে শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

২১ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫০ টাকা ৯০ টাকা পয়সা, সোমবার বেড়ে ৬০ টাকা ৪০ পয়সায় উঠেছে।

এসময়ে কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ১৮.৬৬ শতাংশ, যেটাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

১৯৯৮ সালে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির এই কোম্পানি ২০১২ সাল থেকে কোনো বছরেই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর কোম্পানিটি ৬ লাখ ৪০ হাজার টাকা লোকসান করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, জুলাই -সেপ্টেম্বর সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান এক পয়সা লোকসান করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ পয়সা।

টানা ছয় বছর ধরে লভ্যাংশ নেই এবং লোকসানে থাকার পরও সমতা লেদারের শেয়ারের দাম বেড়েই চলেছে।

গত ৫২ সপ্তাহে এই শেয়ারটির দর ২৩ টাকা ৮০ পয়সা থেকে ৬৭ দশমিক ৮০ পয়সার মধ্যে উঠানামা করেছে।