নয়া প্লান্টে ৭ কোটি বাড়তি আয়ের আশা ন্যাশনাল টিউবসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদ রাংঝালাইয়েরর কারখানা বসিয়ে ৭ কোটি টাকা বাড়তি আয়ের আশা করছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 12:18 PM
Updated : 27 Nov 2017, 12:24 PM
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

কোম্পানিটির এক কর্মকর্তা জানান, ‘গ্যালভানাইজিং’ আগেও হতো, মাঝখানে বন্ধ ছিল। ব্যবস্থাপনা পরিচালক বদলের পর নতুন করে শুরু হয়েছে।

এই কারখানার মাধ্যমে টাওয়ার, ফিটিংস ও আই-বিনের রাংঝালাইয়ের কাজ করবে কোম্পানিটি। আর তার কাছ থেকে পিডিবি, আরইবি, ডেসা, ডেসকো ও বিভিন্ন মোবাইল কোম্পানি এই সেবা কিনবে।

এর মাধ্যমে ন্যাশনাল টিউবস বছরে প্রায় ৭ কোটি টাকা বেশি আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে বলে ডিএসইর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার আছে সরকারের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৫ দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৩২ দশমিক ৯০ শতাংশ শেয়ার।

গত চার বছর মুনাফা দেখিয়েছে ন্যাশনাল টিউবস, নিয়মিত লভ্যাংশও দিয়ে আসছে।