প্রথম প্রান্তিকে লোকসানেই ঢাকা ডাইয়িং

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের লোকসান সামান্য কমেছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 08:48 AM
Updated : 27 Nov 2017, 09:07 AM

কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য সোমবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ঢাকা ডাইয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮০ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৫৪ পয়সা ও শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) রয়েছে দশমিক ২ পয়সা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি ঢাকা ডাইয়িং তালিকাভুক্তির পর থেকে নিয়মিত লভ্যাংশ দিয়ে এলেও গত বছর দিতে না পারায় জেড ক্যাটাগরিতে নেমে যায়।

লোকসানে থাকলেও রোববার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৪ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৮ টাকা ৯০ পয়সা। এদিন কোম্পানিটির ৭ লাখ ৬১ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে।