বিডি ওয়েল্ডিংয়ের এতো দর বাড়ার কারণ নেই

শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রডসের কাছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 08:16 AM
Updated : 27 Nov 2017, 08:16 AM

জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশ করেছে।

শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে ডিএসইর দেওয়া নোটিসের জবাবে বিডি ওয়েল্ডিং জানিয়েছে, দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

মাসখানেক ধরে টানা বাড়ছে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর। ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা ১০ পয়সা, যা ২৬ নভেম্বর বেড়ে ২৪ টাকা ৯০ পয়সা।

অর্থাৎ ২০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৪৫ দশমিক ৬১ শতাংশ, যেটাকে অস্বাভাবিক ধরে নিয়ে ডিএসই নোটিস পাঠিয়েছে।

আগের দিন ডিএসইতে কোম্পানির শেয়ারের দর বাড়ার মধ্যেই কেনার চাপে এক পর্যায়ে শেয়ারটি বিক্রেতাশূন্য হয়ে লেনদেন বন্ধ হয়ে যায়।

জেড ক্যাটাগরির কোম্পানিটি কয়েক বছর ধরে লভ্যাংশ দিচ্ছে না নেই;  নিয়মিত লোকসান করছে। তারপরও এই শেয়ারে ঝুঁকছে বিনিয়োগকারীরা।

বিডি ওয়েল্ডিংয় সর্বশেষ ২০১৪ সালে ৭৬ লাখ টাকা মুনাফা করেছে। পরের দেড় বছরে লোকসান করেছে ১৫ কোটি টাকা। সর্বশেষ নয় মাসেও লোকসান দেখিয়েছে ৩ কোটি।

কোম্পানিটি ২০১৪ সালে সর্বশেষ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এরপর তিন বছরে কোনো লভ্যাংশ পায়নি বিনিয়োগকারীরা।

ঋণ পরিশোধের জন্য কোম্পানিটি চট্টগ্রামের কারখানা বিক্রি করায় এখন উৎপাদন বন্ধ রয়েছে। নতুন কারখানা স্থাপনের জন্য ঢাকার ধামরাইয়ে জমি কিনেছে কোম্পানিটি।