সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন নিম্নমুখী

সপ্তাহের প্রথম দিনে দেশের পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2017, 11:16 AM
Updated : 26 Nov 2017, 12:54 PM

রোববার প্রথম ঘণ্টায় দুই শেয়ারবাজারেই মূল্য সূচকে বেশ ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর নামতে শুরু করলেও শেষ পর্যন্ত সূচক ইতিবাচক রেখে লেনদেন শেষ হয়।

এদিন দুই বাজারেই লেনদেন আগের দিনের আগের দিনের চেয়ে কমেছে। তবে বেড়েছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯০ কোটি টাকা ৮৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৭০ লাখ টাকা কম।

গত সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেন ছিল একহাজার ৫৮ কোটি টাকা। এরপর থেকেই লেনদেন কমছে; রোববার আগের দিনের চেয়ে লেনদেন ১০ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছ ৪৫টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১৪ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেড়ে প্রায় ৬ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৯৪ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ২.৬৪ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৮০ পয়েন্টে উঠেছে।

অপরদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬৩ কোটি ২৩ লাখ টাকা কমে ৩৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেচে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৩০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে।