অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না নর্দার্ন জুট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং তার শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ জানে না।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 12:56 PM
Updated : 23 Nov 2017, 12:56 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিসের জবাবের এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসইর ওয়েবসাইটে বলা হয়,  নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ১৩ নভেম্বর থেকে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারদর টানা বেড়ে চলেছে।

এসময় শেয়ারটির দাম প্রায় ৩৯২ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ বৃহস্পতিবার ৪৮৫ টাকায় লেনদেন হয়েছে ।

এই শেয়ার যারা ওই দিন কিনে বৃহস্পতিবার বিক্রি করেছেন তারা ৮ দিনে ২৩ শতাংশের বেশি মুনাফা করতে পেরেছেন। 

১৯৯৪ সালে তালিকাভুক্ত বি ক্যাটাগরির এই কোম্পানি ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।