ওয়াইম্যাক্সের শেয়ার কিনে ‘মাথায় হাত’

মাত্র ১২ কার্যদিবসেই ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের শেয়ারে বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানে পড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 09:56 PM
Updated : 22 Nov 2017, 09:56 PM

১০ টাকা অভিহিত মূল্যে তালিকাভুক্ত হয়ে ৬ নভেম্বর প্রথম দিনে শেয়ারটি লেনদেন শেষ করে ১১৪ টাকা ২০ পয়সায়; শুরুর দিনেই দরবৃদ্ধি এক হাজার শতাংশের বেশি।

ওইদিন লেনদেন হয় ৭৯ টাকা থেকে ১২০ টাকার মধ্যে। সারাদিনের গড় লেনদেন (ওয়টেড অ্যাভারেজ) মূল্য ১১২ টাকা ৩২ পয়সা।

একজন বাজার বিশ্লেষক বলেন, “তার মানে প্রথমদিকে যারা বিনিয়োগ করেছেন তারা ইতোমধ্যেই বড় ধরনের লোকসানে পড়েছেন।” 

এরপর দুই দিন সামান্য বাড়লেও বাকি ১০ দিনই পতনের ধারায় রয়েছে শেয়ারটি। বুধবার পাঁচ শতাংশ কমে ৭৫ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।

“শেয়ারটির যে মূল্যে লেনদেন শুরু হয়েছিল, তা প্রকৃত মূল্যের অনেক বেশি ছিল,” বলেন ওই বিশ্লেষক।

দর হারানোর পরও অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বুধবার ওয়াইম্যাক্সের মূল্য অনুপাত আয় (পিই) ২৫ শতাংশের বেশি এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৫৪ শতাংশের বেশি।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি মুনাফা করেছে ৭৪ পয়সা; যা গত বছরের একই সময়ে ছিল ৫০ পয়স; শেয়ারপ্রতি সম্পমূল্য ১৭ টাকা ১৭ পয়সা।