দরপতনে লেনদেন শেষ

চলতি সপ্তাহের প্রথম দুদিন চাঙা থাকার পর দরপতনে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 09:22 AM
Updated : 21 Nov 2017, 09:28 AM

মঙ্গলবার দিনের লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম- উভয় পুঁজিবাজারেই শেয়ারের মূল্য সূচকে ঊর্ধ্বগতি দেখা যায়। কিন্তু এরপর যে পতন শুরু হয়, শেষ পর্যন্ত তা স্থায়ী হয়।

এদিন দুই শেয়ারবাজারেই লেনদেন আগের দিনের আগের দিনের চেয়ে কমেছে; সেই সঙ্গে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দরও।  

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেন হয়েছে একহাজার ৯১ কোটি ৯০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৬ ৫৯ লাখ টাকা কম।

ফাইল ছবি

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছ ৩৪টির।

ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে প্রায় ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮২ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৬৯ পয়েন্টে নেমেছে।

অপরদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা কমে ৬১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেচে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

দিনশেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১১৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করছে।