ঊর্ধ্বমুখী ধারাতেই লেনদেন সারা পুঁজিবাজারে

লেনদেন ও সূচক বৃদ্ধির মাধ্যমে দুই বাজারেই লেনদেন শেষ হয়েছে সোমবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 11:27 AM
Updated : 20 Nov 2017, 11:28 AM

ঢাকা স্টক এক্সচেঞ্ঝের (ডিএসই) ডিএসইএক্স দশমিক ১৯ শতাংশ বা ১২ পয়েন্ট বেড়ে ছয় ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে এক হাজার ১৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১৯ শতাংশ বা ১৮৭ কোটি টাকারও বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯ হাজার ৫৪৮ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৬ শতাংশ বা ২৫ কোটি টাকা বেশি।

এদিনও লেনদেনে শীর্ষস্থান ধরে রেখেছে ব্যাংক খাতের শেয়ার।

ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে- এবি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা ও শাহজালাল ব্যাংক।

সিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে- আইডিএলসি, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে-মিথুন নিটিং, জেমিনি সি ফুড, ফ্যাস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও এবি ব্যাংক। দর হারানোর শীর্ষে রয়েছে- প্যাসিফিক ডেনিম, ডেলটা স্পিনার্স, খান ব্রাদার্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ ও ইমাম বাটন।

এদিন ডিএসইতে ব্লকে সাড়ে ১৭ কোটি এবং স্পটে ১৭ কোটি টাকার লেনদেন হয়েছে।