চার কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি

কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারের দর ব‍্যাপক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 06:58 AM
Updated : 20 Nov 2017, 07:14 AM

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, সাভার রিফ্যাক্ট্ররিজ ও ইস্টার্ন কেবলস লিমিটেড।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

কোম্পানি চারটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে ডিএসইকে।

মেঘনা পেট

২৯ অক্টোবর থেকে মেঘনা পেটের শেয়ারদর টানা বেড়ে চলেছে।

প্রায় ৩ টাকা ৬০ পয়সা বেড়ে শেয়ারটি রোববার ১৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে ।

জেড ক্যাটাগরির এই শেয়ার যারা সে সময় কিনে রোববার বিক্রি করেছেন তারা ২০ দিনে প্রায় ৩৫ শতাংশ মুনাফা করতে পেরেছেন। 

মেঘনা কনডেন্স

৩০ অক্টোবর থেকে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের দর টানা বেড়ে চলেছে।

প্রায় ৬ টাকা ৬০ পয়সা বেড়ে শেয়ারটি রোববার ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে ।

জেড ক্যাটাগরির এই শেয়ার যারা সে সময় কিনে রোববার বিক্রি করেছেন তারা ১৯ দিনে প্রায় ৫৪ শতাংশ মুনাফা করতে পেরেছেন। 

সাভার রিফ্যাক্ট্ররিজ

৩০ অক্টোবর থেকে সাভার রিফ্যাক্ট্ররিজের শেয়ারের দর টানা বেড়ে চলেছে।

প্রায় ৭৬ টাকা ৫০ পয়সা বেড়ে শেয়ারটি রোববার ১৫৭ টাকায় লেনদেন হয়েছে ।

জেড ক্যাটাগরির এই শেয়ার যারা সে সময় কিনে রোববার বিক্রি করেছেন তারা ১৯ দিনে প্রায় ৯৫ শতাংশ মুনাফা করতে পেরেছেন। 

ইস্টার্ন কেবলস

১৩ নভেম্বর থেকে ইস্টার্ন কেবলসের শেয়ারদর টানা বেড়ে চলেছে।

প্রায় ৫৩ টাকা ৪০ পয়সা বেড়ে শেয়ারটি রোববার ১৯৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে ।

এ ক্যাটাগরির এই শেয়ার যারা সে সময় কিনে রোববার বিক্রি করেছেন তারা ৬ দিনে প্রায় ৩৮ শতাংশ মুনাফা করতে পেরেছেন।