দ্বিগুণের বেশি লভ্যাংশ দেবে বাটা সু

পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম পুরনো কোম্পানি বাটা সু (বাংলাদেশ) শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন ২৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 11:13 AM
Updated : 19 Nov 2017, 11:13 AM
চামড়া শিল্প খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

২৩০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো শেয়ারপ্রতি নগদ ২৩ টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

আগের বছরের রেখে দেওয়া মুনাফা থেকে এবার লভ্যংশ দিয়েছে কেম্পানিটি। তখন শেয়ারপ্রতি ৩৩ টাকা মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি।লভ্যাংশের জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৭ ডিসেম্বর।

সেপ্টেম্বর শেষে ৯ মাসে বাটা সু শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৫৬ টাকা ৭১ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৩০৬ টাকা ১৯ পয়সা।

বৃহস্পতিবার বাটা সুর শেয়ারের সমাপনী দর ছিল একহাজার ১৭৯ টাকা ৪০ পয়সা, যা রোববার ১৬ টাকা ৩০ পয়সা কমে একহাজার ১৬৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

১৯৮৫ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানি বাটা সুর পুঁজিবাজারে মোট এককোটি ৩৬ লাখ ৮০ হাজার শেয়ার আছে।

এর মধ্যে ৭০ শতাংশ পরিচালকদের হাতে, ১৭ দশমিক ৮০ শতাংশ প্রতিষ্ঠানের হাতে, বিদেশিদের হাতে ১ দশমিক ৮১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশ।

সোমবার কোম্পানিটির বাজার মূলধন ছিল একহাজার ৬১৩ কোটি ৪১ লাখ টাকা।