বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ নেই ৪ কোম্পানির

পুঁজিবাজারে ভিন্ন খাতে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারহোল্ডাররা গত জুনে সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ পাবেন না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 10:29 AM
Updated : 19 Nov 2017, 10:35 AM

এগুলো হলো- দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, ইউনাইটেড এয়ারওয়েজ ও ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

কোম্পানি চারটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

ঢাকা ডাইং

পুঁজিবাজারে বস্ত্রখাতে তালিকাভুক্ত দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের প্রায় ৩৪ কোটি ৫১ লাখ টাকা লোকসান করেছে।

আগের বছরও কোনো লভ্যাংশ দেয়নি জেড ক্যাটাগরিতে লেনদেনে থাকা কোম্পানিটি।

২০০৯ সালে তালিকাভুক্ত ঢাকা ডাইং গতবছর লোকসান দেখিয়েছিল ২৮ কোটি ৭৫ লাখ টাকা।

তবে এর আগে নিয়মিত লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

বিডি ওয়েলডিং

কোনো লভ্যাংশ না দিলেও বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস গত হিসাব বছরে প্রায় ৮ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা করেছে।

কোম্পানিটি আগের বছরও কোনো লভ্যাংশ দেয়নি। তখন ১৮ মাসে কোম্পানিটি ১৫ কোটি ৪ লাখ টাকা লোকসান দেখিয়েছিল।

১৯৯৯ সালে পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের এ কোম্পানি জেড ক্যাটাগরিতে লেনদেনে রয়েছে।

ইউনাইটেড এয়ারওয়েজ

ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ)  গত হিসাব বছরে লোকসান করেছে ১৩৭ কোটি ৪৬ লাখ টাকার মতো।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানটি জেড ক্যাটাগরিতে লেনদেনে রয়েছে।

ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক

তথ্যপ্রযুক্তি  খাতে তালিকাভুক্ত ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক  জুনের সমাপ্ত হিসাব বছরে ৫৬ লাখ ৭৮ হাজার টাকার মতো লোকসান দেখিয়েছে।

পুঁজিবাজারে ২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেনে রয়েছে।