চাঙা সপ্তাহ পার পুঁজিবাজারের

লেনদেন ও সূচক বৃদ্ধির মাধ্যমে চাঙাভাবে শেষ হয়েছে গত সপ্তাহের পুঁজিবাজার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 12:02 PM
Updated : 19 Nov 2017, 08:48 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে এক দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ছয় হাজার ১৯৩ পয়েন্ট।

বাছাই করা ৩০টি কোম্পানির শেয়ার নিয়ে বানানো ডিএস ৩০ সূচক এক দশমিক ৫৮ শতাংশ বেড়ে দুই ২৪৪ পয়েন্টে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদানকারী কোম্পানি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের তৈরি করা এ দুটি সূচক ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর বৃহস্পতিবারই সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। 

গত সপ্তাহে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে চার হাজার ৬৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি টাকা। বাজার মূলধন এক দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৪ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ওই সময়ে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টি, কমেছে ১৮৫টি, অপরিবর্তিত রয়েছে ১৭টি এবং লেনদেন হয়নি একটির।

লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য গত সপ্তাহেও অক্ষুণ্ন ছিল। মোট লেনেদেনর ৩৯ শতাংশ হয়েছে এখাতে।

১৩ শতাংশ লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ১০ শতাংশ করে লেনদেন হওয়া ঔষধ ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত রয়েছে তৃতীয় অবস্থানে।

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, গ্রামীণফোন ও এবি ব্যাংক।

জেড ক্যাটগরির বাইরে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে ইস্টার্ন কেবলস, রেকিট বেনকিজার, এবি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স ও আরএসআরএম।

দর হারানোর শীর্ষে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস, এসিআই লিমিটেড, ওয়াইমেক্স, স্টাইলক্র্যাফট ও ড্রাগন সোয়েটার।