৫০০ কোটি টাকার বন্ড আনছে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 03:12 PM
Updated : 14 Nov 2017, 03:33 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূবালী ব্যাংক ৫ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ডটি ছেড়ে দীর্ঘমেয়াদী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করবে।

সাত বছরমেয়াদী জিরো কুপন বন্ডটি নন কনভারটেবল ও নন-লিস্টেড হবে। শুধুমাত্র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, ইন্স্যুরেন্স, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম, মিউচুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিনতে পারবে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করছে।