সূচকের উল্লম্ফনে চলছে লেনদেন

বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে মূল্য সূচকের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 07:36 AM
Updated : 14 Nov 2017, 07:36 AM

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের দুই শেয়ারবাজারেই মূল্য সূচক বেড়েছে।

বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসইতে লেনদেনের তালিকায় শীর্ষ তিন কোম্পানি হলো- সিটি ব্যাংক, গ্রামীণফোন ও এবি ব্যাংক।  

এই দুই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে । ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে প্রায় এক হাজার ৩৬৪ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দুই ঘণ্টায় ৩৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে থাকা ১৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৫২ পয়েন্টে।