ইমাম বাটনকে ২ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনকে জরিমানা করেছে কাস্টমস বন্ড কমিশনারেট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 12:14 PM
Updated : 13 Nov 2017, 12:14 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ইমাম বাটনের বিরুদ্ধে বন্ডেড ওয়ারহাউজ সুবিধার আওতায় কাঁচামাল আমদানি করে তা নির্ধারিত সময়ে রপ্তানি না করার অভিযোগ আনা হয়েছিল।

কাস্টম বন্ড কমিশনারেটের এই অভিযোগ নিখুঁতভাবে প্রমাণিত হওয়ায় কোম্পাটিকে শুল্ক আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে ৭ নভেম্বর জারি করা আদেশে ১৫ দিনের মধ্যে সরকারি কোষাগারে জরিমানার টাকা জমা দিতে বলা হয়।

কোম্পানিটি ২১ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর দুই দফায় সুদসহ ৬ লাখ ৭০ হাজার ৮২১ টাকার শুল্ক পরিশোধ করেছে।