জেড ক্যাটাগরিতে গোল্ডেন সনের শেয়ার

বন্ড লাইসেন্স বাতিল ও বড় জরিমানার মুখে পড়া প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাওয়ায় এই শেয়ার কেনায় ঋণ দিতে মানা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 09:07 AM
Updated : 13 Nov 2017, 09:33 AM

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশরশনের (বিএসইসি) বিধি অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের প্রতি সোমবার এই নির্দেশনা দেয় ডিএসই।

মঙ্গলবার থেকে নির্দেশনাটি কার্যকর হবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

গোল্ডেন সন গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি বলেও জানিয়েছে ডিএসই।

রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২৩ টাকা  ৯ পয়সা।

গোল্ডেন সনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

আর লভ্যাংশ না দেওয়ায় সোমবার গোল্ডেন সনকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।

গত সপ্তাহেই রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল বন্ডেড ওয়ারহাউজ থেকে স্থানান্তর করে শুল্ক আইন লঙ্ঘনের অপরাধে গোল্ডেন সনের বন্ড লাইসেন্স বাতিল ও কোম্পানিটিকে ৪৩ কোটি টাকা জরিমানা করে শুল্ক অধিদপ্তর।