তিন ঘণ্টায় লেনদেন ৬২৩ কোটি টাকা

বেশিরভাগ শেয়ারের ও মূল্য সূচকের দরপতনের ও মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 08:13 AM
Updated : 13 Nov 2017, 08:27 AM

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম তিন ঘণ্টায় দেশের দুই শেয়ারবাজারেই মূল্য সূচকের পতন হয়েছে। শুরুর দিকে কিছুক্ষণ সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তা বেশিক্ষণ টেকেনি।

বেলা দেড়টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে থাকা ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসইতে লেনদেনের তালিকায় শীর্ষ তিন কোম্পানি হলো- প্রকৌশল খাতের ইফাদ অটোস, টেলিযোগাযোগ খাতের গ্রামীণ ফোন ও ঢাকা ব্যাংক। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২১৭ পয়েন্টে নেমেছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় এক হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ২৫৮ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের তিন ঘণ্টায় ৩৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে থাকা  ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৭০ পয়েন্টে।