১৫ কোম্পানির প্রতিবেদন: মুনাফা বেড়েছে ৯টির 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৫টি কোম্পানি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 12:43 PM
Updated : 12 Nov 2017, 12:47 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এগুলোর মধ্যে নয়টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে; ছয়টির কমেছে।

মুনাফা বাড়লো যেগুলোর

জুলাই-সেপ্টম্বর সময়ে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি ১৫ টাকা ৩২ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ১৫ টাকা ১৭ পয়সা।

এই সময়ে প্রকৌশল খাতের ইফাদ অটোস্ ইপিএস দেখিয়েছে ২ টাকা ৪২ পয়সা, যা আগের বছর এই সময় ছিল ৯৯ পয়সা; একই খাতের আনোয়ার গ্যালভানাইজিং ২৬ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগে ছিল ২২ পয়সা; এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ দেখিয়েছে ৮৯ পয়সা, যা আগে ছিল ৪৭ পয়সা।

আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রথম প্রান্তিকে ইপিএস দেখিয়েছে ২ টাকা ২৪ পয়সা, যা আগের বছর এই সময় ছিল ১ টাকা।

তিন মাসে রহিম টেক্সটাইল ইপিএস দেখিয়েছে ১ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর এই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা; এনভয় টেক্সটাইলস ইপিএস দেখিয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর এই সময় ছিল ৩২ পয়সা; এবং আনলিমা ইয়ার্ন ডাইং ১৯ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ১৬ পয়সা।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার প্রথম প্রান্তিকে ৮৯ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ৪৭ পয়সা।

মুনাফা কমলো যেগুলোর

জ্বালানি ও বিদ্যুৎ খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি জুলাই-সেপ্টেম্বর সময়ে ইপিএস দেখিয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর এই সময় ছিল ১ টাকা ৮৭ পয়সা।

চামড়া শিল্প খাতের এ্যাপেক্স ট্যানারি এই সময়ে ৮ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ১১ পয়সা।

সেবা ও আবাসন খাতের সামিট এলায়েন্স পোর্ট ১১ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ১৪ পয়সা ।

প্রকৌশল খাতের এপোলো ইস্পাত কমপ্লেক্স তিন মাসে ইপিএস দেখিয়েছে ৭ পয়সা, যা আগের বছর এই সময় ছিল ৬৭ পয়সা।

টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ৩ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ৩০ পয়সা।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ টাকা ৯৬ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ২ টাকা ৭ পয়সা।