বেশিরভাগ শেয়ারের দরপতনেও ঊর্ধ্বমুখী সূচক

বেশিরভাগ শেয়ারের দরপতন হলেও বড় মূলধনী কোম্পানিগুলোর কল্যাণে দেশের পুঁজিবাজারে লেনদেন ইতিবাচকভাবেই শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 11:55 AM
Updated : 12 Nov 2017, 12:45 PM

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের দুই বাজারেই শেয়ারের সূচক ও লেনদেন বেড়েছে।

দিনের লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম আধা ঘণ্টায় খাড়া উঠতে থাকে।

কিন্তু এরপরই প্রায় দেড় ঘণ্টা ধরে পড়তে পড়তে প্রায় নেতিবাচক পর্যায়ে চলে যায়। পরে বেলা ১২টার কিছু আগে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে দিন শেষ হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৯৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস বৃহস্পতিবারের চেয়ে ১১২ কোটি ৯৪ লাখ টাকা বেশি।

রোববার মূল্যসূচক বৃদ্ধিতে বেশি আবদান রেখেছে বড় বাজার মূলধনের টেলিযোগাযোগ ও ব্যাংক খাতের কয়েকটি কোম্পানি। এর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, রেনেটা, ডাচ-বাংলা ব্যাংকও এবি ব্যাংক।   

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার, যার মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ  ১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক  ১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো- ঢাকা ব্যাংক,  ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, ওয়েস্টার্ন  মেরিন, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক ও এক্সিম ব্যাংক।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- এবি ব্যাংক, রেকিট বেনকিজার, গ্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, লিন্ডে বিডি, পূবালী ব্যাংক, ন্যাশনাল টিউবস্, ন্যাশনাল পলিমার ও ঢাকা ব্যাংক।

দরপতনে শীর্ষ প্রধান ১০ কোম্পানি হলো- ইস্টার্ন  লুব্রিকেন্টস, রেনেটা, ফার্মা   এইড, ওয়াই ম্যাক্স, এসইএমএল ইসলামি ব্যাংক শরীয়াহ্ ফান্ড, বিডি ওয়েল্ডিং, অ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মিথুন নিটিং ও শাইনপুকুর সিরামিকস।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০৫ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩০১ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

রোববার সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২১ কোটি ১১ লাখ টাকা বেড়ে ৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

হাতবদল হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।