লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত, মোট লেনদেনের ৩৫ শতাংশ হয়েছে এই খাতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 06:35 PM
Updated : 12 Nov 2017, 05:43 AM

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত, লেনদেন ১৭ শতাংশ। ওষুধ-রসায়ন খাতে ১১ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৯ শতাংশ, বস্ত্র খাতে ৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫ শতাংশ, খাদ্য খাতে ৪ শতাংশ এবং টেলিকমিউনিকেশন, সেবা-আবাসন, সিরামিক, আইটি ও বিবিধ খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া ট্যানারি, বীমা ও সিমেন্ট খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

দর কমেছে ১৩ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমেছে ১৩ খাতের শেয়ারের। অন্যদিকে দর বেড়েছে মাত্র সাত খাতের শেয়ারের।

সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতে। এই খাতে ৩ দশমিক ১৫ শতাংশ দর কমেছে। এরপরে আইটি খাতে ৩ দশমিক ২ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ১ দশমিক ২৬ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৪৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৯৭ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ৩৬ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ২৪ শতাংশ, পাট খাতে দশমিক ২২ শতাংশ, আর্থিক খাতে  দশমিক ২৬ শতাংশ, কাগজ খাতে দশমিক ৫২ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ২১ শতাংশ দর কমেছে।

অন্যদিকে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এই খাতে ৪ দশমিক ৪৫ শতাংশ দর বেড়েছে। এরপরে টেলিকমিউনিকেশন খাতে ৩ দশমিক ৪২ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৮৭ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ১ দশমিক ৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ১৭ শতাংশ ও ওষুধ-রসায়ন খাতে ১ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।

লেনদেনের শীর্ষে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১০ দশমিক ৬৮ শতাংশ।

এই সময়ে কোম্পানিটির ৩ কোটি ৫৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১৮৪ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোস লিমিটেডের শেয়ার দর ২ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। সপ্তাহে কোম্পানিটির ৮৭ লাখ ১২ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১২১ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৫ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১০০ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, এক্সপোর্ট ও ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ, বিবিএস কেবলস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্রামীণফোন ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গেইনারের শীর্ষে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ২৫ শতাংশ।

পুরো সপ্তাহে এই কোম্পানির ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ১৭ শতাংশ। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ১২ শতাংশ। পুরো সপ্তাহে ৩৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১১ দশমিক ৭৪ শতাংশ, জেমিনি সি ফুডের ১০ দশমিক ৯৯ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১০ দশমিক ৭৪ শতাংশ, সিটি ব্যাংকের ১০ দশমিক ৬৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ১০ দশমিক ১৯ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাইজিংয়ের ১০ দশমিক ০৫ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারের দর বৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ।

লুজার তালিকার শীর্ষে

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে স্টাইল ক্রাফট লিমিটেড। এ সময় কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩৩ দশমিক ২২ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ৩১ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ০৩ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মাতে ১০ দশমিক ৫৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ৯ দশমিক ৩৮ শতাংশ, শ্যামপুর সুগারে ৯ দশমিক ০৬ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজে ৮ দশমিক ৯১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলে ৮ দশমিক ৭৬ শতাংশ, গ্লোডেন সনে ৮ দশমিক ২৮ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজে শেয়ারের দর পতন হয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ।