আড়াই ঘণ্টায় লেনদেন ৪২৯ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় দিন দেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচকের ঊর্ধ্বমুখী গতিতে লেনদেন চলছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 07:47 AM
Updated : 7 Nov 2017, 07:47 AM

সূচক বাড়লেও মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় দুই শেয়ারবাজারেই বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

এসময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) বেড়েছে ৬৬ দশমিক ৮০ পয়েন্ট।

ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় ৪২৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড; চট্টগ্রামের বাজারে হয়েছে ১৭ কোটি ৮৭ লাখ টাকা।

বেলা ১টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অন্যদিকে বেলা ১২টা ৫৩ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৬৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এসময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।