শুরুতেই ১০ গুণ দরবৃদ্ধি ওআইমেক্স ইলেকট্রোডসের

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর লেনদেনের প্রথম দিনেই ১০ গুণের বেশি দর বেড়েছে প্রকৌশল খাতের কোম্পানি ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 11:34 AM
Updated : 6 Nov 2017, 11:36 AM

১০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ারটির লেনদেন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরুই হয় ৮২ টাকায়। একসময় শেয়ারটি ৭৯ টাকায় নেমে পরে আবার ১২০ টাকায় উঠে।

সব শেষে ১১৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয় শেয়ারটি। সে হিসেবে ১০ দশমিক ৪২ গুণ বা ১০৪২ শতাংশ বেড়েছে শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে ৬৮ কোটি ৭৫ লাখ টাকার ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়, যা ডিএসই মোট লেনদেনের প্রায় ১০ দশমিক ২৩ শতাংশ।

মোট ৬১ লাখ ২০ হাজার ৪২৪টি শেয়ার এদিন লেনদেন হয়েছে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ ৯২ হাজার, যার মধ্যে ৪১ দশমিক ৭১ শতাংশ পরিচালকদের হাতে, প্রতিষ্ঠানের হাতে আছে ৩০ দশমিক ৭০ শতাংশ, বিদেশীদের হাতে দশমিক শূন্য ৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ২৭ দশমিক ৫৬ শতাংশ।

সে হিসেবে সোমবার কোম্পানিটির ১৩ দশমিক ৩৪ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।