ওআইমেক্স ইলেক্ট্রোডের লেনদেন শুরু সোমবার

প্রথমবারের মতো পুঁজিবাজারে লেনদেনে আসছে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওআইমেক্স ইলেক্ট্রোড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 12:41 PM
Updated : 6 Nov 2017, 11:35 AM

সোমবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একযোগে ‘এন’ ক্যাটাগরিতে এই শেয়ারটির লেনদেন শুরু হবে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘OIMEX’, ডিএসই কোম্পানি কোড হবে ১৩২৪৩।

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ওআইমেক্স ইলেক্ট্রোড ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা উত্তোলন করে।

আইপিও থেকে তোলা অর্থ দিয়ে মূলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল কেনা ও আইপিওর খরচ মেটানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ মার্চ পর্যন্ত নয় মাসে ওয়াইম্যাক্স ইলেক্ট্রেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ৫ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা।

এর আগে ৩০ জুন শেষে হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয় ২ টাকা ৩ পয়সা; এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৭ পয়সা।