দরপতনেই লেনদেন সারা

আগের সপ্তাহের চাঙাভাব টিকলো না পুঁজিবাজারে; সপ্তাহের প্রথম দিনের লেনদেন সারা হলো দরপতনের মধ্য দিয়েই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 12:21 PM
Updated : 5 Nov 2017, 12:21 PM

রোববার দেশের দুই শেয়ারবাজারে পতনের যে ধারা শুরু হয়েছিল তা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি মূল্যসূচক। দিন শেষে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর হারানোর সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে বেশ কমেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ঊর্ধ্বগতিতে থাকলেও এরপরে ধারাবাহিক পতনের মধ্য দিয়ে ২৬ পয়েন্টের বেশি কমে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৮৮ পয়েন্টের মতো কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ারের দর।

ডিএসইএক্স ২৬ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭২ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে একহাজার ৩২৪ পয়েন্টে; ডিএস৩০ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে নেমেছে।

কয়েকদিনের ঊর্ধ্বগতির পর সূচকের এই পতনকে ‘মূল্য সংশোধন’ হিসেবে দেখছেন ইস্যু ম্যানেজার ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুট মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে।তবে এখনো যেসব শেয়ারের পিই র‌্যাশিও ১০ এর ঘরে আছে সে সব শেয়ার বিনিয়োগকারীরা কিনতে পারে।”

এদিকে রোববার সিএসইতে ২৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩ দশমিক ৩৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবলস্, ইফাদ অটোস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজালাল ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ফু-ওয়াং ফুড, স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক ও  ব্র্যাক ব্যাংক।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলার, ফু-ওয়াং ফুড, ওরিয়ন ইনফিউশন, মেঘনা সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, বিবিএস কেবলস্, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়াড।

দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হলো- স্টাইলক্রাফট, সিএনএ টেক্স, দুলামিয়া কটন, লিগ্যাসি ফুটওয়্যার, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো সিনথেটিকস, আরামিট সিমেন্ট, শাইনপুকুর সিরামিকস, বিআইএফসি ও ফিনিক্স ফাইন্যান্স।