আড়াই ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি টাকা

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2017, 07:57 AM
Updated : 2 Nov 2017, 07:58 AM

বৃহস্পতিবার লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় চারশো কোটি টাকা লেনদেন হয়েছে।

এসময় পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা ১টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৬ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।

অপরদিকে বেলা ১টা ১৭ মিনিট পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১৮ হাজার ৯১৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।