লভ্যাংশ দেবে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 02:23 PM
Updated : 31 Oct 2017, 02:23 PM

এর মধ্যে জুট স্পিনার্স ছাড়া সবগুলোর পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে।

আগের দিনের এই সিদ্ধান্তের খবর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে, যার রেকর্ড ডেট ৩০ নভেম্বর ।

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। এর জন্য রেকর্ড ডেট ২৭ নভেম্বর।

প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে, যার রেকর্ড ডেট ২২ নভেম্বর।

২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে মেঘনা সিমেন্ট মিলস্‌ শেয়ারহোল্ডারদের, যার রেকর্ড ডেট ২০ নভেম্বর।

এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। এর রেকর্ড ডেট ২৩ নভেম্বর।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে, যার রেকর্ড ডেট ২২ নভেম্বর।