নতুন মিউচুয়াল ফান্ড আসছে বাজারে

এইচএফএএমএল  নামে নতুন একটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 12:03 PM
Updated : 31 Oct 2017, 12:03 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১০ টাকা মূল্যের প্রতি ইউনিটের মিউচুয়াল ফান্ডটির মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা তোলার লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তারা দেবে ৫ কোটি টাকা, ৪৫ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক এইচ এফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড; কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট  কর্পোরেশন অব বাংলাদেশ ।