৫০ কোটি টাকার বন্ড ছাড়বে প্যারামাউন্ট টেক্সটাইল

৫০ কোটি টাকার মূলধনের সংগ্রহের জন্য বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 11:19 AM
Updated : 31 Oct 2017, 11:20 AM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় বস্ত্র খাতের এই কোম্পানিকে বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এককোটি টাকা অভিহিত মূল্যের বন্ডটি শুধুমাত্র ব্যাংক, করপোরেট হাউজ, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

চার বছরমেয়াদী বন্ডটি শেয়ারে কনভার্ট হবে না, তালিকাভুক্ত হবে না এবং নিরাপদ ও সম্পূর্ণ ফেরতযোগ্য হবে। এটা হবে জিরো কুপনের অর্থাত্ প্রতি বছর এর জন্য সুদ দেওয়া হবে না, মেয়াদ শেষে সুদ পাবেন বিনিয়োগকারীরা।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে আছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মেনডেটেড লিড এরেঞ্জার হিসেবে কাজ করছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।