আট কোম্পানির পাঁচটির লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের আটটি কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 11:35 AM
Updated : 30 Oct 2017, 11:35 AM

আগের দিনের পর্ষদ সভায় ৩টি ছাড়া সবগুলো কোম্পানি গত ৩০ জুনে শেষ হওয়া বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। দুটির কোম্পানির রেকর্ড ডেট রাখা হয়েছে ১৯ নভেম্বর।

ওয়াটা কেমিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২০ নভেম্বর।

ফাইন ফুডস শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।রেকর্ড ডেট রাখা হয়েছে ২২ নভেম্বর।

অগ্নি সিস্টেমস শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। এর রেকর্ড ডেট ২৩ নভেম্বর।

এছাড়া দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌, সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কোনো লভ্যাংশ দেবে না ।