মুনাফা বেড়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মুনাফা প্রায় ৫ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 08:18 AM
Updated : 30 Oct 2017, 08:18 AM

২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৬০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবেও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৭১ পয়সা।

এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্যও (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৫২ পয়সায়, যা আগের একই সময়ে ছিল ১৮ টাকা ৩৯ পয়সা।

তবে এসময় ব্যাংকটির কার্যকরী নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) কমে ২ টাকা ৫৬ পয়সায় নেমেছে, যা আগের একই সময়ে ছিল ৬ টাকা ১০ পয়সা।