লভ্যাংশ ঘোষণা ৩৬ কোম্পানির, নেই পাঁচটির

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪১টি কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 04:58 PM
Updated : 29 Oct 2017, 05:31 PM

আগের দিনের পর্ষদ সভায় পাঁচটি ছাড়া সবগুলো কোম্পানি গত ৩০ জুনে শেষ হওয়া বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে বলে রোবাবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

রেকর্ড ডেটের ভিত্তিতে কোম্পানিগুলোর নাম ও লভ্যাংশ তুলে ধরা হলো:

রেকর্ড ডেট ১৬ নভেম্বর

বাংলাদেশ অটোকারস শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ বোনাস এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ও ইয়াকিন পলিমার লিমিটেড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ বোনাস লভ্যাংশ এবং বিডিকম অনলাইন ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

শেয়ারহোল্ডারদের জন্য নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ইনটেক ও ন্যাশনাল ফীড মিল ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ও মুন্নু জুট স্টাফলার শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

দেশ গার্মেন্টস ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস এবং এএফসি এগ্রো বায়োটেক শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

রংপুর ফাউন্ড্রি শেয়ারহোল্ডারদের ২৩ শতাংশ নগদ ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি ৩২ শতাংশ বোনাস ও আরামিট শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রেকর্ড ডেট ১৯ নভেম্বর

জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ এবং ডেলটা স্পিনার্স ও অলিম্পিক এক্সেসরিস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড ১২ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

রেকর্ড ডেট ২১ নভেম্বর

শেয়ারহোল্ডারদের জন্য  দেশবন্ধু পলিমার ১০ শতাংশ বোনাস এবং বারাকা পাওয়ার ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

রেকর্ড ডেট ২২ নভেম্বর

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রেকর্ড ডেট ২৩ নভেম্বর

আজিজ পাইপস শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস এবং এমজেএল বাংলাদেশ ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রেকর্ড ডেট ২৬ নভেম্বর

শেয়ারহোল্ডারদের জন্য জেনারেশন নেক্সট ফ্যাশানস্‌ ১০ শতাংশ বোনাস এবং হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রেকর্ড ডেট ৩০ নভেম্বর

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ১০ শতাংশ বোনাস এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রেকর্ড ডেট ১৩ ডিসেম্বর

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এছাড়া সুরিদ ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প ও পেপার মিলস্‌, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট ও সোনারগাঁ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।