লিব্রা ইনফিউশনসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশনস শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 07:53 AM
Updated : 26 Oct 2017, 07:53 AM

ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে একহাজার ৫৭৮ টাকা।

২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানিটি গত বছর ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

লিব্রা ইনফিউশনসের শেয়ারের বুধবারের সমাপনী দর ছিল ৫৬৫ টাকা ৩০ পয়সা, যা বৃহস্পতিবার বেলা ১টা ৯ মিনিটে ২৭ টাকা কমে ৫৩৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।