জেমিনী সী ফুডে দর বেড়েছে ব্যাপক

দ্বিগুণের বেশি লভ্যাংশ, মূলধন বৃদ্ধি ও কারখানা সম্প্রসারণের ঘোষণার পর জেমিনী সী ফুডের শেয়ারের দর ব্যাপক বেড়েছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 06:46 AM
Updated : 26 Oct 2017, 02:01 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৬৪ দশমিক ১২ শতাংশ বেড়ে সর্বশেষ ৯৯০ টাকায় লেনদেনে। তবে  দিনের লেনদেনে এটির দর একহাজার ১০০ টাকাও ছাড়িয়ে যায়।

পুঁজিবাজারে খাদ্য ও সহযোগী খাতে তালিকাভুক্ত এই শেয়ারটির আগের দিনের সমাপনী দর ছিল ৬০৩ টাকা ২ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার জেমিনি সি ফুডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

সেই সঙ্গে প্রকৃত মূলধন ২০ গুণ বাড়িয়ে ৪০ কোটি টাকা করা এবং মূলধনী যন্ত্র ক্রয়, সংস্কার ও কারখানা সম্প্রসারণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবেও অনুমোদন দেয় কোম্পানিটির পর্ষদ।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৬ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ২৬ টাকা ৩ পয়সা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০৬ টাকা ৯৮ টাকা।

আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৮১ পয়সা, এনএভি ২১ টাকা ৪৫ পয়সা ও এনওসিএফপিএস ছিল ৪৩ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনী সী ফুড আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ও ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।