বীকন ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা

ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 07:01 AM
Updated : 23 Oct 2017, 07:01 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১২ টাকা ৯৫ পয়সা।

২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এ ক্যাটাগরির বি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে ।