ডিএসইতে সপ্তাহে সর্বোচ্চ লেনদেন ব্যাংক খাতের

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি ৩৪ শতাংশ লেনদেন হয়েছে ব্যাংক খাতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 07:58 PM
Updated : 22 Oct 2017, 06:07 AM

গত বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ১৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এরপরই প্রকৌশল খাতরে অবস্থান; লেনদেন হয়েছে ১৩ শতাংশ। প্রতিদিন এই খাতে গড়ে ৭৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

১১ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্থিক খাত।

লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ৯ শতাংশ, বস্ত্র খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও আইটি খাতে ৫ শতাংশ, সিমেন্ট, খাদ্য ও ট্যানারি খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া টেলিকমিউনিকেশন, সিরামিক, বিমা ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।