ইফাদ অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোমোবাইলস শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 08:10 AM
Updated : 19 Oct 2017, 08:57 AM

এর মধ্যে ২১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস হিসেবে দেওয়া হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

তবে উদ্যোক্তা/পরিচালকরা নগদ লভ্যাংশ নেবেন না বলে বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়।

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইফাদ অটোস ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দেবে।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৪ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) আগের চেয়ে ৫ টাকা ৪ পয়সা বেড়ে হয়েছে ৩৮ টাকা ৬১ পয়সা।

তবে এই সময়ে কোম্পানিটির কার্যকরী অর্থপ্রবাহ আগের একই সময়ের চেয়ে ৩ টাকা ৭৪ পয়সা কমে ৭ টাকা ৯৯ পয়সায় নেমেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

ইফাদ অটোসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোম্পানিটির মোট ১৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকরা ৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৭০০ শেয়ার ধারণ করেন। বাকি শেয়ারধারী সাধারণ বিনিয়োগকারীরা ১২ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৮৩০ টাকার নগদ লভ্যাংশ পাবেন।