ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 07:20 AM
Updated : 19 Oct 2017, 07:20 AM

বৃহস্পতিবার লেনদেন শুরুর পর দুই ঘণ্টার বেশি সময়ে দুই পুঁজিবাজারেই শেয়ারের মূল্যসূচক বেড়েছে। তবে দর কমেছে বেশিরভাগ শেয়ারের ।

বেলা ১২টা ৪৭ মিনিট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ১৫ লাখ টাকা; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হাতবদল হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এসময়ে ডিএসইএর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করছিল।

আর ডিএসইর শরীয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩২৯ পয়েন্টে এবং ডিএস৩০ প্রায় ১২ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছিল।

এই সময়ের মধ্যে ডিএসইতে দর বেড়েছে ১০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই প্রায় ৯২ পয়েন্ট বেড়ে প্রায় ১৮ হাজার ৮০১ পয়েন্টে অবস্থান করছে।

এই সময়ের মধ্যে ২০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।