লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে ১৬ কোম্পানি

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে পূঁজিবাজারের তালিকাভুক্ত ১৬টি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 12:25 PM
Updated : 18 Oct 2017, 12:25 PM

এগুলোর মধ্যে ১১টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ২৬ অক্টোবর হবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

ওই দিন বিকাল ৩টায় সভায় বসবে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, বারাকা পাওয়ার ও অলিম্পিক এক্সেসরিজের পরিচালনা পর্ষদ বিকাল সাড়ে ৩টায় বৈঠকে বসবে।

বিকাল পৌনে ৪টায় মুন্নু জুট স্টাফলার, ৪টায় বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস ও এএফসি এগ্রো বায়োটেক, সোয়া ৪টায় মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং বিকাল সাড়ে ৪টায় নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের পরিচালনা পর্ষদের সভা বসবে।

আগের দিন ২৫ অক্টোবর বিকাল ৪টায় আমান ফীড, ২৮ অক্টোবর বিকাল ৫টায় শাহজিবাজার পাওয়ার লিমিটেড ও ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভা হবে।

বিবিএস ক্যাবলস ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচালনা পর্ষদের সভা তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিবিএস ক্যাবলসের সভা ২৪ অক্টোবরের বদলে ২৫ অক্টোবর বিকাল ৩টায় হবে। আর তিতাস গ্যাসের সভা ২৪ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

সাধারণত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সভা থেকেই বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।