প্রথম দুই ঘণ্টায় ২৫৭ কোটি টাকা লেনদেন ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিনে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে; বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 07:05 AM
Updated : 18 Oct 2017, 07:05 AM

বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে ঊর্ধ্বমুখী রয়েছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কিছুটা কমে নিম্নমুখী রয়েছে।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৫৭ লাখ টাকা; সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৩৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

বেলা ১২ টা ২৯ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্টের বেশি বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছিল; ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দুই ঘণ্টায় ১১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২ পয়েন্টের বেশি কমে অবস্থান করছে ১৮ হাজার ৭১৮ পয়েন্টে অবস্থান করছিল।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।