আরও ৮ কোম্পানির লভ্যাংশ নির্ধারণী সভা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৮টি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 12:25 PM
Updated : 17 Oct 2017, 01:06 PM

এগুলো হল- জিবিবি পাওয়ার, আনলিমা ইয়ার্ন ডাইং, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড,  গ্লোবাল হেভি কেমিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও সোনারগাঁ টেক্সটাইল।

আগামী ২৪ অক্টোবর বেলা ৩টায় জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদের সভা হবে।

পরদিন ২৫ অক্টোবর সভায় বসবে চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ; বিকাল ৩টায় ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, সাড়ে ৩টায় আনলিমা ইয়ার্ন ডাইং ও আনোয়ার গ্যালভানাইজিং ও বিকাল ৪টায় জেমিনী সী ফুড। 

২৮ অক্টোবর বিকাল ৩টায় মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও সোনারগাঁ টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভা হবে।

ডিএসই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার এই আটটিসহ মোট ১২টি তালিকাভুক্ত কোম্পানি তাদের লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।

বাকিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইলস, আজিজ পাইপস ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ।

সাধারণত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সভা থেকেই পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সিদ্ধান্ত নেয়।