দুটি সহযোগী কোম্পানি খুলতে চায় মার্কেন্টাইল ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক দুটি সহযোগী কোম্পানি খুলতে চায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 11:39 AM
Updated : 17 Oct 2017, 11:39 AM

দুই কোম্পানি হলো- এমবিএল ইনভেস্টমেন্ট, এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষ এগুলো বাণিজ্যিক কার্যক্রমে আসবে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

সাবসিডিয়ারি হিসেবে এমবিএল ইনভেস্টমেন্ট মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। আর এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট দেবে সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদান করবে; এর আওতায় ব্যাংকটি ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং সেবা দেওয়ার জন্য লাইসেন্স নেবে।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৩৭ দশমিক ৪৬ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২১ দশমিক ৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৭ পয়সা। সেই হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ১ টাকা ২৪ পয়সা বা ৭৪ দশমিক ২৫ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা ৩০ পয়সা, যা আগের দিন ২৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।