মুনাফা বেড়েছে আইডিএলসি ফাইন্যান্সের

চলতি বছরের প্রথম নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের ১৮ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 10:24 AM
Updated : 17 Oct 2017, 10:24 AM

৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০১৭, জুলাই-সেপ্টেম্বর’২০১৭) কোম্পানিটির শেয়ার প্রতি সমম্বিত আয় বেড়েছে।

সোমবার কোম্পানিটির পরিচালনা পরিষদের বৈঠকে অনুমোদিত চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০১৭ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৯০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৪ পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে ১৮ শতাংশের কিছুটা বেশি।

অন্যদিকে সর্বশেষ প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইডিএলসির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা।

৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ৩২ টাকা ১৭ পয়সা।