লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে ৪ কোম্পানি

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 08:15 AM
Updated : 17 Oct 2017, 08:15 AM

সভায় চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানি চারটি হলো- বীকন ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইলস, আজিজ পাইপস ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ।

বীকন ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা ২২ অক্টোবর বিকাল ৩টায়, সায়হাম টেক্সটাইলসের সভা ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, আজিজ পাইপসের পর্ষদ সভা বসবে ২৬ অক্টোবর বেলা ৩টায় এবং ২৮ অক্টোবর সকাল ১১ টায় সভায় বসবে স্ট্যান্ডার্ড সিরামিক।

সাধারণত পরিচালনা পর্ষদের এ ধরণের সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসে।