লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে ৬ কোম্পানি

বিনিয়োগকারীদের (শেয়ারহোল্ডার) জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ছয় কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 11:29 AM
Updated : 16 Oct 2017, 11:29 AM

এগুলো হলো- বিবিএস ক্যাবলস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শমরিতা হাসপাতাল, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স ও ফরচুন সুজ।

এদের মধ্যে বিবিএস ক্যাবলস পরিচালনা পর্ষদের সভা হবে ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়।

ওই দিন বিকাল সাড়ে ৫টায় পেট্রোবাংলাভুক্ত সরকারি গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচালনা পর্ষদের সভা হবে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় সভায় বসবে শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদ।

পরদিন ২৫ অক্টোবর বিকাল ৫টায় প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে।

২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় ড্যাফোডিল কম্পিউটার্স ও বিকাল সাড়ে ৪ টায় ফরচুন সুজের সভা হবে।

ছয় কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিয়ে পর্ষদ সভায় পর্যালোচনা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

সাধারণত পরিচালনা পর্ষদের এ ধরণের সভা থেকে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসে।